২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

শেখ হাসিনা ১৭ বছর দেশে ফেরাউনের রাজ্য কায়েম করেছিল : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী - ছবি : নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম-অত্যাচার ও গুম-খুন-হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করে বিগত ১৭ বছর দেশে ফেরাউনের রাজ্য কায়েম করেছিল হাসিনা। পৃথিবীর সকল ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজরা যা করে শেখ হাসিনা তাই করেছে।

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, শেখ পরিবারে একটি সৎ মানুষ খুঁজে পাবেন না। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। শুধু লুটপাট আর লুটপাট। দেশে কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হোক, দেশে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক শেখ হাসিনা তা চাননি। তিনি চেয়েছেন, অন্য একটি দেশ তাদের এসব দিবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা তার নামে, পতুলের নামে, জয়ের নামে, রেহেনার নামে, টিউলিপের নামে, রুপন্তির নামেসহ আত্মীয়দের নামে দুর্নীতি করে সম্পদ করেছেন। উন্নয়ন দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান আর হাসপাতাল ধ্বংস করেছেন।

মানিকগঞ্জ জেলা শাখা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা: মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস।

রুহুল কবির রিজভী আরো বলেন, বর্তমান ড. ইউনূস সরকারকে আমরাও সমর্থন করি তবে তাদের অবশ্যই চালের দাম কমাতে হবে, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। শেখ মুজিবের পাহাড়সম জনপ্রিয়তা থাকার পরও চালের দাম বৃদ্ধি ও দুর্ভিক্ষের কারণে সবই ধসে গিয়েছিল। মুজিব মরার পর কেউ ইন্না-লিল্লাহ পড়েনি। আপনারা সংস্কার করুন তবে দ্রুত করুন। মানুষের পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শর্টগান নিষিদ্ধ করতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এর চাইতে বড় কোনো সংস্কার আর হতে পাবে না। অবশ্যই এই সরকারকে গণতন্ত্রের উত্তোরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। ১৪০০ খাল খনন করে মানুষের ভাতের নিশ্চয়তা বিধান করেছিলেন, চিকিৎসা নিশ্চিত করেছিলেন। তার কারণেই দেড় কোটি প্রবাসী আয় করে যাচ্ছেন। আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বই পড়তে হবে, আমাদের নেতাদের স্বপ্ন কী জানতে হবে, জাতীয়তাবাদ কী বুঝতে হবে। আজকে জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে যে জ্ঞানভিত্তিক শিক্ষা প্রদান করা হচ্ছে তার জন্য মানিকগঞ্জের নেত্রী আফরোজা খান রিতা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আফরোজ খান রিতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, মেধা, জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। তিনি মেধা বিকাশের জন্যে কাজ করেছেন কিন্তু বিগত পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে মেধাশূন্য করেছে। বিএনপিকে ক্ষমতায় এনে আবার একটা মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।

রিতা বলেন, ৫ আগস্টের পর শুধু সংস্কার সংস্কার বলা হচ্ছে কিন্তু এদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম প্রকৃত সংস্কার করেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, উন্নয়নের রাজনীতি শুরু করে, দেশে সমৃদ্ধি এনে দিয়ে প্রকৃত সংস্কার শুরু করেন। আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামীর সরকার গঠন করে আবার দেশকে উন্নয়ন করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেয়ার আগে শহরের সেওতায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন রিজভী। আলোচনা সভা শেষ জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শহী জিয়ার জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূতি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল