মায়ের কাছে হাফেজ হলেন ৪ বছর বয়সী শিশু আহমাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
মায়ের কাছে মাত্র ১০ মাসে অর্থ বুঝে কুরআন মুখস্থ করেছেন চার বছর বয়সী বিস্ময় শিশু আহমাদ আবদুল্লাহ মাসুম। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় যাত্রাবাড়ীর মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহায় আনুষ্ঠানিকভাবে হিফজ সমাপন করেন তিনি।
বিস্ময় শিশু আহমাদকে নিয়ে গর্বিত তার বাবা মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। তিনি মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালার প্রতি লাখো কোটি শুকর যে তিনি দয়া মায়া করে আমার কলিজার টুকরোকে কোরআন হিফজ করার তাওফিক দান করেছেন।
তিনি আরো বলেন, আমাদের সন্তানের এ অর্জন আমাদের জন্য শুধু গর্বেরই নয়, বরং দায়িত্বেরও। আমরা চাই, আহমাদ একদিন বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়াক; মুসলিম উম্মাহর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করুক।
এ সময় তিনি তার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মায়ের অত্যন্ত যত্ন ও আন্তরিকতায় হিফজ সম্পন্ন করেছেন আহমাদ। হিফজের সময় আহমাদ কোরআনের বাংলা অর্থও শিখেছেন। এটি তার উজ্জ্বল প্রতিভার প্রমাণ।