২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

রাতের আধাঁরে ১১টি ভেড়া কুপিয়ে হত্যা

রাতের আধাঁরে ১১টি ভেড়া কুপিয়ে হত্যা - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার একটি ডেইরি ফার্মে রাতের আধাঁরে ১১টি ভেরা কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পৌরসভার চন্দনতলা গ্রামে বিসমিল্লাহ্ ডেইরি অ্যান্ড ভি ফেটেনিংয়ে এ ঘটনা ঘটে।

বিসমিল্লাহ্ ডেইরি অ্যান্ড ভি ফেটেনিং শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার মাদকসেবী লোকজন খামারে ডুকে মাদক সেবন করত। তাদের মধ্যে চন্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিলেন। তাদেরকে নিষেধ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ঘরে ডুকে দেখি রক্তাক্ত অবস্থায় ১১টি ভেড়া পরে আছে।

বিসমিল্লাহ্ ডেইরি অ্যান্ড ভি ফেটেনিং-এর মালিক মোহাম্মদ আশিক বলেন, ‘শ্রমিকের মাধ্যমে জানতে পারি ঘটনা। আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তরা।’

তিনি আরো বলেন, ‘এর মধ্যে তিনটা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা অমানবিক কাজ করেছে আমি তার বিচার চাই।’

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, ‘কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। কয়েকটার মধ্যে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

মুন্সীগঞ্জ সদরের হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে আছে। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের পরিপেক্ষিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement