আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অভি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (২৫ জানুয়ারি) পাঁচরুখী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অভি নরসিংদী জেলার মাধবদী থানার খোর্দ্দনওপাড়া এলাকার বাসিন্দা। তিনি মামার বাড়ি পাঁচরুখী এলাকা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, তিন বন্ধু আড়াইহাজার উপজেলার পাচঁরুখী এলাকায় মামার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে নিজ বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানার খোর্দ্দন পাড়া ফেরার পথে তাদের বহন করা মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা অভি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।