শেখ হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচারের প্রস্তুতি চলছে : গোলাম পরওয়ার
- শরীয়তপুর প্রতিনিধি
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৩
শেখ হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচারের প্রস্তুতি চলছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘পাঁচদিন আগে জামাতকে নিষিদ্ধের আদেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তার চারদিন পরেই আল্লাহ তাকে দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। এটাই আল্লাহর বিচার।’
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুর জেলার ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার মাঠে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াত নেতা-কর্মীদের আরো অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকব, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।’
সেক্রেটারি জেনারেল বলেন, ‘যদি আমরা পিছিয়ে থাকি তাহলে ২০২৪ সালে যারা দেশের মুক্তির জন্য রক্ত দিয়ে শহিদ হয়েছে তাদের রক্ত বৃথা যাবে। নতুন স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, মায়েদের চোখের পানিও শুকায়নি। তাই নির্বাচনের আগেই গণহত্যা, নির্যাতন ও গুম-খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার করতে হবে। তবেই ২০২৪-এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।’
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ সময় জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমির মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমির মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমির মাস্টার বেলায়াত হোসেন, জেলা উপজেলা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণরাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কোরআন।’
এর আগে তিনি ঢাকাস্থ-খুলনা ক্লাবের উদ্যোগে লঞ্চ ভ্রমণে গোসাইরহাট উপজেলার চর জালালপুর এক মিলন মেলায় অংশ নেন। সেখানে জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা