২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

পাকুন্দিয়ায় পুড়ে গেছে ৬ দোকান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার। - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্বিসের ৩ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলার পুলেরঘাট বাজারের গচিহাটা রোডের একটি দোকানে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়াতে থাকে। এভাবে আশপাশের আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোবাইল ফোন ও মুদির ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পাকুন্দিয়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহায়তা পান সেজন্য জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement