২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

যুবদল নেতা মিরান খান -

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গীতে পদ্মার চরে যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর আগে বৃহস্পতিবার রাতে ওই চরে গেলে তাকে গুরুতর আহত করে সারারাত ফেলে রাখা হয়।

নিহতের নাম মিরান খান (৩৫)। তিনি একই ইউনিয়নের সাদীপুরের জালাল খানের ছেলে। মিরান আলীয়াবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পদ্মার চরের বালু, মাছ ও ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ছিলেন। মিরান বিবাহিত এবং তার দুটি মেয়ে রয়েছে। তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে গদাধরডাঙ্গীতে মাছ ধরতে যান মিরাজ। এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে মারপিট করে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে। মিরান ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

মিরানের ছোট ভাই ইরান খান বলেন, তিন মাস আগে মাছ ধরা নিয়ে তন্ময় নামে এক যুবকের সাথে আমার ভাইয়ের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। তারাই আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

স্থানীয় বাসিন্দা মনি শিকদার বলেন, রাতেই পুলিশকে খবর দেয়া হলেও কুয়াশার কারণে তারা ঘটনাস্থলে যেতে পারেনি। ভোরের দিকে নিহতের আত্মীয়স্বজনেরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ফরিদপুর মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান জানান, শুক্রবার (২৪ জনুয়ারি) ভোর ৬টার দিকে মিরান নামে যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। নিহত যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটিতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন পাকুন্দিয়ায় কৃষক হত্যার মূল আসামি গ্রেফতার ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ’ যুক্তরাষ্ট্রে উৎপাদন করার আহবান ট্রাম্পের, অন্যথায় শুল্ক আরোপের হুমকি সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে : নাহিদ ইসলাম খুবি ছাত্রকে গুলি ও কুপিয়ে হত্যা নির্বাচন এলে যারা টুপি পরে তসবি হাতে নিয়ে মাজারে যায় তারাই ধর্ম ব্যবসায়ী : আলাউদ্দীন সিকদার শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রদলের মিথুন-রাসেল বহিষ্কার উচ্চশিক্ষার কৌশলগত কর্মপরিকল্পনার ক্রিটিক্যাল রিভিউ প্রয়োজন

সকল