২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক - ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্যরাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত ও কপোতী নামে দু’টি ফেরি। এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও চিত্রা নামে দু’টি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ায় ছয়টি ও দৌলতদিয়া চারটি এবং আরিচাঘাটে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন-বোঝাই করে আটকে রাখা হয়েছে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।

আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাক পারাপার করা হবে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
দেবিদ্বারে অসহায় মা ও মেয়ের পাশে ইউএনও নিগার সুলতানা শ্রীলঙ্কার বিদ্যুৎ চুক্তি বাতিল, অস্বীকার আদানির কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে বৈষম্য থাকবে না : শামসুল ইসলাম ফেলানীর বাবাকে বুকে জড়িয়ে কাঁদলেন জামায়াতে আমির আশুগঞ্জ সার কারখানায় ১১ মাস পর উৎপাদন শুরু সাইফের ওপর হামলার সিসিটিভি ফুটেজের ব্যক্তি শরিফুল নয়, দাবি বাবার সুনামগঞ্জে হাছান হত্যা মামলায় নেইমারসহ আটক ২ শেখ হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচারের প্রস্তুতি চলছে : গোলাম পরওয়ার সাইকেল চালাতে গিয়ে সাইন্স ল্যাব থেকে নিখোঁজ ইশান সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী কৃষককে ছেড়ে দিয়েছে বিএসএফ ব্রহ্মপুত্রে বাঁধ নিয়ে ‘পানিযুদ্ধে’ জড়াচ্ছে চীন-ভারত!

সকল