২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’

সাংবাদিক তোফাজ্জল হোসেনের নাগরিক স্মরণ সভায় বক্তারা - ছবি : নয়া দিগন্ত

অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন মন্তব্য করে স্মরণ সভায় বক্তারা বলেছেন, ‘তোফাজ্জল হোসেন ছিলেন একজন নির্ভীক ও আদর্শবাদী সাংবাদিক, যিনি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কলমের মাধ্যমে সমাজের অন্যায়, দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার নিঃস্বার্থ কর্ম এবং সততা তাকে সাংবাদিকতার জগতে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নয়া দিগন্তের নারায়ণগঞ্জ ফটোসাংবাদিক মনিরুল ইসলাম সবুজের বাবা ও দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের নাগরিক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক অহিদুল হক খান তোফাজ্জল হোসেনকে স্মরণ করে বলেন, ‘তোফাজ্জল ছিলেন নারায়ণগঞ্জের এক সাহসী সাংবাদিক। তার পত্রিকা ‘দৈনিক ইয়াদ’ ছিল নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। তিনি যা বিশ্বাস করতেন, তা নির্ভয়ে মুখে বলতেন এবং কলমে প্রকাশ করতেন।’

তিনি বলেন, ‘তোফাজ্জলকে ‘ওয়ান ম্যান আর্মি’ বলা যায়। তিনি একাই একটি কলম নিয়ে নারায়ণগঞ্জের স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।’

বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘আসলে তোফাজ্জল ভাই সাহসী না দুঃসাহসিক সাংবাদিক ছিলেন, এটা বিচার করা কঠিন। তার কাজের ধরণ সবসময়ই ব্যতিক্রম ছিল।’

রাজীব আরো বলেন, ‘তিনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করতেন যা অনেকেই সাহস করতেন না। তার রিপোর্টিংয়ের জন্য অনেক সময় তাকে সমালোচনার শিকার হতে হয়েছে, কিন্তু তিনি কখনো পিছু হটেননি।’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, ‘সত্য কথা কীভাবে বলতে হয় এবং কীভাবে লিখতে হয়, তা তোফাজ্জল ভাইকে না দেখলে কেউ বুঝবেন না। তিনি ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। যা বিশ্বাস করতেন, তা-ই লিখতেন। একমাত্র তিনিই সত্যকে নিখুঁতভাবে তুলে ধরতেন।’

এ সময় স্মরণ সভায় উপস্থিত ছিলেন রফিউর রাব্বি, বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি, মাসুকুল ইসলাম রাজীব, কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, ফতেহ রেজা রিপন, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু।

এছাড়া দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুরর রহমান মাসুম, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমি, প্রবীণ সাংবাদিক অহিদুল হক খান, এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার ইউনিয়ন আহসান প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সমন্বয়ক ফারহানা মুনা, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, নারায়ণগঞ্জ জেলা ডক্টর ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খান, মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনির সরদার, ফটো সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শ্যামল, ফটো সাংবাদিক মুক্তার হোসেন, মিলন বিশ্বাস হৃদয়, সাংবাদিক আবু সাঈদ কাদরীসহ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, লেখক, এবং ‘দৈনিক ইয়াদ’ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন তরুণ গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

২০০৮ সাল থেকে তার সম্পাদনায় প্রকাশিত ‘দৈনিক ইয়াদ’ পত্রিকা বস্তুনিষ্ঠ, সৎ, এবং সাহসী সাংবাদিকতার জন্য পাঠকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। তবে তার সাহসী লেখনী তাকে বারবার রাজনৈতিক অপশক্তি, অবৈধ সেনাশাসক এবং স্বৈরাচারী সরকারের রোষানলে ফেলেছিল। এর ফলে তাকে একাধিকবার কারাভোগ করতে হয়।

সাংবাদিক তোফাজ্জল হোসেনের প্রথম গ্রন্থ ‘কারাগারের বিচিত্র জীবন’ যা তার জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ও সংগ্রামের প্রতিফলন। সাহসী ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবিচল অবস্থান নিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement