২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পাকুন্দিয়ায় জাইকার প্রকল্প পরিদর্শনে জাপানি প্রতিনিধি

জাইকার পরিদর্শক হিসাই তাকাহাশি - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) নর্দান ডেভেলপমেন্ট ইন্ডিগ্যাডেট (নবিদেব) প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন জাইকার পরিদর্শক হিসাই তাকাহাশি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাকুন্দিয়া পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদফতরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নানান প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ উপলক্ষে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী সড়ক, সৈয়দগাঁও সড়ক এবং এলজিইডি-এর অধীনে বাস্তবায়িত মির্জাপুর-তারাকান্দি সড়ক পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নবিদেব প্রকল্পের বাংলাদেশের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ শাহরিয়ার, পাকুন্দিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার, পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী মো: যুবায়েত হোসেন, পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: নাজমুল জিসান, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌর উপ-সহকারী প্রকৌশলী মো: মহসিন হোসাইন প্রমুখ।

হিসাই তাকাহাশি নয়া দিগন্তকে বলেন, ‘জাইকা করপোরেশন পরামর্শদাতা সংস্থা। আমরা জাইকা দ্বারা সমর্থিত মূল্যায়ন পরিচালনা করি, তাই মূলত জাইকা সমস্ত প্রকল্পের জন্য প্রাক্তন মূল্যায়ন পরিচালনা করে। তিন বছর পর স্থানীয় লোকেরা কীভাবে সুবিধা উপভোগ করে এবং কীভাবে তারা টেকসই প্রকল্পের আউটপুটকে নিরাপদ রাখে তা দেখতে চেষ্টা করি। এছাড়াও আমরা দেখতে চেষ্টা করি, কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা।’

উল্লেখ্য, জাইকার এই পরিদর্শক বাংলাদেশের বিভিন্ন জেলায় জাইকার বাস্তবায়িত নানান প্রকল্প পরিদর্শন করতে গত ১৪ জানুয়ারি এক মাসের জন্য বাংলাদেশ সফরে আসেন।

জানা যায়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশে বিভিন্ন খাতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাইকা মূলত বাংলাদেশ সরকারের সাথে মিলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। জাইকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, বন্দরসমূহের উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অধ্যক্ষের বহিষ্কার দাবি প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার এবার বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

সকল