১৭ বছর পর দেশে ফিরলেন মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
দীর্ঘ ১৭ বছর পর মালয়েশিয়া থেকে স্বপরিবারে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন। এ উপলক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জের হোসেনপুরে বিকেলে আনন্দ মিছিলটি হোসেনপুর নতুন বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল হাসিম সবুজ, সাবেক কৃষক দলের সভাপতি রবিউল আলম রবিন, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: নবী হোসেন, বিএনপি নেতা আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, ছাত্রদলের সভাপতি এনামুল হক নাঈম প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন আবুল হাসিম সবুজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা