মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার
- মানিকগঞ্জ প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫০
জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র হাতে হামলার নেতৃত্বদানকারী, মানিকগঞ্জ জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, জেলা যুবলীগের আহবায়ক, মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি নিজেও ভোট ডাকাতি করে কাউন্সিলর হয়েছিলেন এবং বিগত আঃলীগের আমলে পুরো জেলায় ভোট ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই রাজার বিরুদ্ধে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের যে কয়জন খলিফা ছিলেন তার মধ্যে রাজা অন্যতম।
জেলায় বিভিন্ন দখল, বিচার-সালিশসহ নানান কাজে ভাড়ায় কাজ করতো রাজা-জনি বাহিনী। সাবেক এমপি নাঈমুর রহমান দূর্জয়ের আপন চাচাতো ভাই, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, একদফা নির্বাচনে ঘিওর উপজেলার চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি।
১৮ জুলাই মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে অস্ত্র হাতে রাজার নেতৃত্বে হামলা করা হয়। এতে মারাত্মকভাবে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাদের কয়েকজনকে খালপাড় ব্রিজ ও রাস্তার উপর নির্মমভাবে কোপানো হয়।
এ কাজে সহযোগিতা করেন তৎকালীন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলম আজাদ খান।
৪ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানরা ব্রিজ ও বাসস্ট্যান্ডে এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর এসপি গোলাম আজাদের নেতৃত্বে যখন টিয়ারসেল, গুলিবৃষ্টির মাধ্যমে হামলা করা হয় তখন আগ্নেয়াস্ত্র হাতে রাজার নেতৃত্বে পুলিশের সাপোর্ট টিম হিসাবে বেপরোয়া হামলা করা হয়। এতে কয়েকশ’ ছাত্রজনতা আহত হয়। হামলার হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাননি।
এ দিন রাতে শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় রাজার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা।
অপরাধ জগতের এই মহারাজার ভয়ে-আতঙ্কে থাকতো এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ এমন অভিযোগ এলাকাবাসীর।
বুধবার মধ্য রাতে রাজার গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ। গ্রেফতার আব্দুর রাজ্জাক রাজাকে মানিকগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
১৮ জুলাই ও ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা