২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন - ছবি : নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে গাজীপুরে ডুয়েটের নতুন ক্যাম্পাস প্রাঙ্গণে নতুন হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিজয় ২৪ হল’-এর প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।

ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আজকের এই বিজয়ের ভাগীদার ছাত্ররা। বিজয় ২৪ হলটি নতুন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার অনেকাংশে সমাধান হবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় অধিকতর মনোনিবেশ করতে পারবে। আজকে এই হলে উঠার ফলে তোমাদের নতুন এক অধ্যায়ের সূচনা হল। আশা করি, দিনে দিনে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘শিক্ষা, গবেষণা, প্রকাশনা, কোলাবোরেশন ও র‌্যাংকিং-এ প্রাণের এই ডুয়েটকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতা চাই। ডুয়েটকে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।’

অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার নতুন হলে আবাসিক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘তোমরা তোমাদের পড়াশুনা ভালো করে চালিয়ে যাবে। তোমরা দেশের ভবিষ্যৎ। আশা করি, তোমরা সুন্দর ও সুষ্ঠু এ পরিবেশে লেখাপড়া করে ডুয়েট তথা দেশের মুখ উজ্জ্বল করবে।’

তিনি ছাত্রদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘বিদ্যুতের দ্বিতীয় লাইনসহ ইন্টারনেট ও মূল ক্যাম্পাসের সাথে যোগাযোগের সমস্যা দ্রুততম সময়ে সমাধান করা হবে।’

এ সময় পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহমুদ আলম ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস বক্তব্য দেন।

পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয় ২৪ হল-এ আবাসনপ্রাপ্ত পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ ইকবাল তার নতুন হলে উঠার অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), পরিচালক, প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অফিস প্রধানরাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement