২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত

- ছবি - ইন্টারনেট

আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন মালয়েশিয়ায় গমনেচ্ছুরা।

আজ বুধবার বিকেলে সোয়া ৩টায় প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনের নেতৃত্বদানকারী মাইনুদ্দিন বাবু আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাদের সাথে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের ম্যানপাওয়ার এবং ই-ভিসা রয়েছে, তাদের আগামী মার্চের শেষ নাগাদ ধাপে ধাপে মালয়েশিয়ায় পাঠানো হবে। যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা অ্যাজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট ফেরত নিতে পারবেন।’

এছাড়া তাদের অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

তিনি আরো বলেন, ‘যদি মালয়েশিয়া যাওয়া সম্ভব না হয়, তবে অন্য দেশে প্রবাসী হিসেবে পাঠানোর ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে। তিনি (আসিফ নজরুল) আশ্বাস দিয়েছেন, এ ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখতে। আন্দোলনকারীরা সরকারের কথা ও কাজের মিল পাওয়ার প্রত্যাশায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।’

যাদের ই-ভিসা বা ম্যানপাওয়ার নেই, তারা অ্যাজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট ফেরত না পেলে থানা পুলিশ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে বলা হয়েছে, বলেন তিনি।

আন্দোলন স্থগিত করার আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে তারা আবার রাস্তায় নেমে তীব্র আন্দোলন করবেন।’

এর আগে সকাল ৯টায় কাওরান বাজারে সড়ক অবরোধ করে মিছিল করেন তারা। এসময় প্রায় শতাধিক মানুষ মাথায় সাদা কাপড় বেঁধে এ আন্দোলনে অংশ নেন। বেলা সোয়া ১১টায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সেখান থেকে সরে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে দাবি আদায়ে তারা অগ্রসর হন।


আরো সংবাদ



premium cement
রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের শাস্তির দাবিতে বিক্ষোভ

সকল