সাভারে অটোরিকশাচালক শওকত আলী হত্যার রহস্য উদঘাটন
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
সাভারে শওকত আলী নামে এক অটোরিকশাচালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
এ সময় শাহিনুর কবির বলেন, গত বছরের ১৮ জুলাই ভাকুর্তার নিজ বাড়ি থেকে ভাড়ায়চালিত অটোরিকশা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুর্তার খাগুরিয়া এলাকায় যাত্রী বেশে দুর্বৃত্তরা অটোরিকশাচালক শওকত আলীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাগুরিয়া এলাকায় ফেলে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে অটোরিকশাটি দুর্বৃত্তরা একটি গ্যারেজে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে মাদক সেবন করে সেই টাকা দিয়ে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে অজ্ঞাত আসামিদের শনাক্তে কাজ করে পুলিশ। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে হত্যাকারী আব্দুল গনিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যাকান্ডের বিষয়ে গণি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এ সময় সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) পরিদর্শক মো: আশিক ইকবাল, অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা উপস্থিত ছিলেন।