২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

ফরিদপুরে জুয়ার আসরে অভিযানকালে ৩ গোয়েন্দা পুলিশ আহত

ফরিদপুরে জুয়ার আসরে অভিযানকালে ৩ গোয়েন্দা পুলিশ আহত - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে তিন পুলিশকে আহত করেছে উত্তেজিত গ্রামবাসী।

এই ঘটনায় আহত তিন গোয়েন্দা পুলিশকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে রাত সাড়ে ৮টায় ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে পুলিশের অভিযানের সময় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ফরিদপুর ডিবির সহকারী পরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম (৪০)।

এছাড়া আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পরে পুলিশ পার্শ্ববর্তী কামারখালী ও ঘোপঘাট এলাকা থেকে দুই মাদককারবারিকে আটক করে।

জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ফরিদপুর থেকে ডিবির একটি দল ডুমাইনের মাছ বাজারে অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে আটক করে। সেখান থেকে দু’জন পালিয়ে গিয়ে গ্রামবাসীকে জড়ো করে এ হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ওই অভিযানে ডিবির সাথে দু’জন ইনফর্মার ছিলেন। পুলিশের ভয় দেখিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত রাতেও গোয়েন্দা পুলিশের সাথে তাদের দেখতে পেয়ে চাঁদা নিতে এসেছে বলে গ্রামবাসীকে ক্ষুব্ধ করে তুলে পুলিশের ওপর এ হামলা চালানো হয়। সম্প্রতি এভাবে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়া হয় বলে তারা অভিযোগ করেন।

তবে এ অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। তারা জানান, রাতে ডুমাইন বাজারে জুয়ার আসর থেকে দু’জনকে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটক করে নিয়ে আসার সময় স্থানীয়রা মিলে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩২ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে : গোলাম পরওয়ার বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির ‘দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’ নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিল সাভারে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাকারী সেই আ’লীগ নেতা ৭ দিনের রিমান্ডে রংপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চারদিনব্যাপী পিঠামেলা শুরু ঢাবিতে সেই ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলেই আইনি ব্যবস্থা

সকল