২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কর্মকর্তা-কর্মচারিরা ৪ ঘণ্টা অবরুদ্ধ
দাবি আদায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ২১ জানুয়ারি মঙ্গলবার। - ছবি : নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালমান রাখার দাবিতে গেটে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারকে ভেতরে প্রবেশ করতে দিলেও অন্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেয়া হয়নি। ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি বৈঠক করেন। বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর লুৎফর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবির বিষয় নিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন প্রো-ভিসি অধ্যাপক ড. নূরুল ইসলাম, রেজিষ্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন ও ডিন প্রফেসর ড. আবুদ্দারদা।

তাহমিদ আল জুনাইদসহ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। ছাত্র-ছাত্রী এবং অনার্সের তৃতীয়ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ছাত্র-ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে দীর্ঘদিনেও কোনো কার্যকারি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে আন্দোলনরতদের দাবিগুলো মেনে নেয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের

সকল