বেক্সিমকোর কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের গণসমাবেশ
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮
বেক্সিমকোর সব কারখানা খুলে দেয়ার দাবি জানয়েছেন শ্রমিকরা। নয়তো বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪২ হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা আমরণ অনশনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় ৪২ হাজার শ্রমিক কর্মচারী-কর্মকর্তার সুরক্ষার স্বার্থে এবং বন্ধ সব কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার শ্রীপুরস্থ সানসিটি মাঠে শ্রমিকদের গণসমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে বক্তারা বলেন, আগামীকাল বুধবারের মধ্যে বেক্সিমকোর বন্ধ সব কারখানা খুলে দেয়া না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে। প্রয়োজনে আমরণ অনশন ও ঢাকা গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা