২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

পান্থপথে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের সড়ক অবরোধ

- ছবি - ইন্টারনেট

রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় তিন শ’ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর ফলে ওই এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

জানা যায়, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী। এছাড়া ওমরা যাত্রীরাও রয়েছেন। আজ তাদের বিভিন্ন হাসপাতালে সৌদিসহ মধ্যপ্রাচ্যের আরো দু’একটি দেশে যাওয়ার জন্য টিকা নেয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যেসব টিকা দেয়ার কথা ছিল সেসব নেই।

পরে তাদের জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে, সেখানে যেতে হবে। সেই অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে যান। এই হাসপাতালে এসে দেখেন সেখানেও টিকা নেই। এরপর প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো: জুবায়ের বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার হাসপাতালে থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেয়া হয়। তাদের কাছে এর বেশি টিকা থাকে না। প্রায় তিন শ’ জন লোক এসেছেন টিকা নিতে। তাদের অধিকাংশ সৌদি আরব প্রবাসী, অনেকে আবার ওমরা হজের যাত্রী। এছাড়া এখানে মধ্যপ্রাচ্যের আরো দুয়েকটি দেশের প্রবাসী রয়েছেন।

এর আগে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দেয় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

গতকাল সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন ৫০০ কোটি সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামল : আ’লীগ নেতা কারাগারে সংস্কার প্রশ্নে ৩১ দফার দিকে তাকান, অন্তর্বর্তী সরকারকে দুদু নবীনগরে ২টি দেশীয় বন্দুকসহ যুবক গ্রেফতার মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার পদ থেকে অপসারণ সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির নামে দুদকের মামলা কুলাউড়ায় বনমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে কোয়ার্টার দখল, ২৫ বছর পর উদ্ধার জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তা বদলি ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা সীমান্তে বাংলাদেশের বাঁধ সংস্কার : কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ ত্রিপুরার

সকল