এক্সপ্রেসওয়েতে বাসে হটাৎ ব্রেক, দরজা থেকে ছিটকে স্টাফ নিহত
- লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১২:১৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাকায় পিষ্ট হয়ে তাহসিন মাহমুদ রিফাত (২৪) নামে গাংচিল পরিবহনের এক স্টাফ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন ওজনস্কেল এলাকায় যাত্রীবাহী গাংচিল পরিবহনের একটি বাস থেকে ছিটকে পড়ে একই বাসের চাকায় পিষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রিফাত দোহার উপজেলার মুকসুদপুর বেথুয়া গ্রামের ফিরুজ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এক্সপ্রেসওয়ের থানা সংলগ্ন ওজনস্কেল মোড় এলাকায় ভোরের দিকে টোলপ্লাজামুখী গাংচিল পরিবহনের বাসটি ঘন কুয়াশার কারণে হটাৎ ব্রেক করে। এ সময় বাসটির স্টাফ রিফাত ভেতরে দরজা থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে একই বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা