মির্জাগঞ্জে আগুনে ৩টি দোকান ভস্মীভূত
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৬
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে আগুনে তিনটি দোকান ভস্মীভূতসহ মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে সুলতানাবাদ হাইস্কুল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সুলতানাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম জানান, সোমবার দিবারাত ৩টার দিকে হাই স্কুল-সংলগ্ন শাহ আলমের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হয়, এতে দু’লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, শাহ আলমের ফার্নিচারের দোকান ও বাবুলের (বিকাশ) ভ্যারাইটিজ স্টোর দোকান দু’টি সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার মো: সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার সুলতানাবাদ হাই স্কুল-সংলগ্ন আগুন লাগার ঘটনায় তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। ধারণ করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে শাহ আলমের ফার্নিচারের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের তালিকা তৈরী করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা