২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

সাভারে আ’লীগ নেতা সুজন গ্রেফতার

আওয়ামী লীগ নেতা সাইদুর সুজনকে গ্রেফতার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সাভারে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে ১৪টি হত্যা মামলাসহ ১৬টি মামলার আসামি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর সুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। পরে রাত ১০টায় সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া নয়া দিগন্তকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে সাভার মডেল থানা পুলিশ গ্রেফতারের সময় সাথে ছিল। সুজন ১৪টি হত্যা মামলাসহ ১৬টি মামলার আসামি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


আরো সংবাদ



premium cement