অটোমেশনের দাবিতে জাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- জাবি প্রতিনিধি
- ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৮
দীর্ঘদিনের এনালগ পদ্ধতিতে পরীক্ষা আবেদন ও সার্টিফিকেট উত্তোলনসহ সকল অফিসিয়াল কার্যক্রমের বিড়ম্বনা দূরীকরণে ডিজিটালাইজেশন বা অটোমেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায়ও তাদের কর্মসূচি চলমান রয়েছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারটি সেক্টরে অটোমেশনের দাবি করেন। এগুলোর মধ্যে রয়েছে অনলাইনে সব পরীক্ষার ফরম পূরণসহ পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, সাময়িক সনদ অনলাইনে প্রকাশ করা, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেটাবেজ ও আলাদা আইডি করে প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস দেয়া, বই ও জার্নালের অনলাইন অ্যাক্সেস প্রদান করা এবং লাইব্রেরির যাবতীয় প্রশাসনিক কার্যক্রম অনলাইনভিত্তিক করা, বাস ও পরিবহনসংক্রান্ত সব দরকারি তথ্য অনলাইনে সহজলভ্য করা এবং অটোমেটেড বাস ট্র্যাকিং সিস্টেম চালু করার দাবি জানান তারা।
এ বিষয়ে ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা অটোমেশন নিয়ে কাজ শুরু করেছি। আজকে অটোমেশন নিয়ে মিটিং চলছে। কয়েকজন শিক্ষকের ওপর অটোমেশনের দায়িত্ব দেয়া হয়েছে। তারা কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত টাকা নেই। হিট নামক একটি প্রজেক্ট বর্জ্য ব্যবস্থাপনা ও অটোমেশন নিয়ে কাজ করে। ওই প্রজেক্টটি পেলে আমরা কাজ শুরু করতে পারি। আর অটোমেশন নিয়ে যারা মিটিং করছে তাদের মিটিং শেষ হলে রোডম্যাপ ঘোষণার বিষয়ে কথা বলতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা