২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভ

- ছবি - ইউএনবি

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করেছেন সিএনজিচালকরা।

আজ সোমবার দুপুরে রাস্তায় নেমে আসেন তারা। এতে মহাখালী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের তৈরি হয়েছে।

বনানী থানার অফিসার-ইনচার্জ (ওসি) রাসেল সরওয়ার বলেন, দুপুর সাড়ে ১২টায় মহাখালী-বনানী রোডে বিক্ষোভ করেন সিএনজিচালকরা। এতে ওই ব্যস্ত রাস্তায় যান চলাচল স্থবির হয়ে যায়। পরে মহাখালী বিআরটিএ ভবনের সামনে জড়ো হন তারা।

সিএনজিচালকরা বলেন, বিনা কারণে সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা যাবে না। পাশাপাশি পার্কিংয়ের বিধিনিষেধও তুলে নিতে হবে।

দাবি না মানলে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

ওসি রাসেল সরওয়ার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ শেষ হয়। এরপর রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু করে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement