২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ফরিদপুরে অধ্যক্ষকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার-২০ জানুয়ারি। - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনজুরুল ইসলামের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
এ সময় তারা দু’দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সারদা সুন্দরী কলেজ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা মিছিল নিয়ে মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে সমাবেশ করেন।

এ সময় বাকশিসের (বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি) নেতা অধ্যাপক এম এম শহিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে কলেজ শিক্ষকরা বক্তব্য দেন। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল সভাপতি আবু বকর সিদ্দিকী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা পাশের আলীপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার পাঁচদিন পার হলেও হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

পরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

গত ১৫ জানুয়ারি রাতে অধ্যক্ষ মনজুরুল ইসলামের ওপর হামলা চালান অজ্ঞাত দুই যুবক। পেছন থেকে মোটরসাইকেলে করে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকারের উচ্চমহলে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের নবাবগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না : নজরুল ইসলাম খান

সকল