২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১

আটক কাঞ্চন পাল - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করাসহ কাঞ্চন পাল (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাকিব হোসাইন।

এর আগে ১৮ জানুয়ারি শনিবার বিকেলে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি করে। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৮ লাখ টাকা। র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ পথে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল