১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত। - ছবি : নয়া দিগন্ত।

ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্দ্যেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সাগর সিদ্দিকী সঞ্চলনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ দেশের মাটি মানুষের জন্য জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আপনারা যারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এসেছে তাদের জন্য তারেক রহমান বলেছেন, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। আপনারা ভালো কাজ করুন যাতে নির্বাচনের সময় মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করায়।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে শামীম ওসমান ও তার দোসররা সারা বিশ্বে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন। সেখান থেকে উত্তরনের জন্য আমাদের সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত নয় সমষ্টিগতভাবে সবাই একসাথে সাংগঠনিক ভাবে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষক। তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। দেশের কল্যানে ৩১ দফার কর্মসূচি দিয়েছে বিএনপি। সে লক্ষে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

সভায় আরো বক্তব্য দেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ, মোঃ হানিফ, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারি, সদস্য সচিব আল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান।

বিশেষ অতিথি ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক, টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকি, ফতুল্লা থানা বিএনপির বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসলিম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম লিটন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ  রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত ২ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর

সকল