মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি
- যশোর অফিস
- ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫২
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসানকে মাত্র ১০ দিনের মাথায় ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষামন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওএসডি চেয়ারম্যান কামাল হাসানের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে। ওই সময় তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়। এরপর গত ৮ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয় তাকে।
ড. কামাল হাসান যশোর শিক্ষা বোর্ডে যোগদানের পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। তাকে স্বৈরাচার ও ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত করে একের পর এক ফেসবুকে পোস্ট করেন অনেকেই। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। দাবি তোলেন প্রত্যাহারের। শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা