মাদরাসার টাকা আত্মসাতের অভিযোগে অবস্থান কর্মসূচি
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাঠালতলী মুজাহিদপাড়া মাদরাসার উন্নয়নে সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তৈহিদুজ্জামান টিটুর বিরুদ্ধে। ওই টাকা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘আল্লাহর ঘরের টাকা আত্মসাৎ কেন, বিচার চাই, বিচার চাই’, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাই’, ‘বিচার চাই, বিচার চাই’সহ বিভিন্ন শ্লোগান দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাঁঠালতলী মুজাহিদপাড়া মাদরাসার মাটি ভরাট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই লাখ টাকা সরকারি বরাদ্দ হয়। মাদরাসা কমিটির হিসাব ও রেজুলেশন খাতার হিসাব মতে প্রকল্পের সভাপতি তৌহিদুজ্জামান টিটু ৫৯ হাজার টাকার কোনো হিসাব দিতে পারেননি। এছাড়া তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া মুসল্লি এমদাদুল হক পলাশ (৬৫), জাহাঙ্গীর ঢালী (৫৫) ও মো: আবুল হেসেম (৭৩) জানান, ‘তৌহিদুজ্জামান টিটু মাদরাসার মাটি ভরাটে কতটুকু মাটি ফেলেছেন, তা আমাদের দেখাননি। কিন্তু হিসাব দিয়েছেন যে এক লাখ ৪১ হাজার টাকার। তিনি বাকি ৫৯ হাজার ফেরত দেননি। আমরা এই অবশিষ্ট টাকা ফেরত চাই।’
কাঠালতলী মুজাহিদ পাড়া মাদরাসার সভাপতি শেখ মো: নাজিম উদ্দীন বলেন, মাদরাসার জন্য সরকারি বরাদ্দ যখন আসে, তখন আমি লন্ডনে ছিলাম। এর মাঝে বালু ভরাটের জন্য একটি কমিটি করা হয়েছে। তৌহিদুজ্জামান টিটুকে সভাপতি করা হয়েছে। আমি দেশে এসে কয়েকবার বালু ভরাটের দুই লাখ টাকার হিসাব চাই। কিন্তু তিনি তা না দিয়ে তালবাহানা করেন।
পরে ইমাম সাহেবের বেতন বৃদ্ধিকরণ ও মাদরাসার বালু ভরাটের জন্য মিটিং ডাকি ওই মিটিংয়ে এসে মাদরাসার বরাদ্দের দুই লাখ টাকার মধ্যে এক লাখ ৪১ হাজার টাকার হিসাব দেন। বাকি টাকা আজও দেননি। তাই সবার সাথে আলোচনা করে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।
জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সাবেক সদস্য তৌহিদুজ্জামান টিটু জানান, আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। মাদরাসার সরকারি বরাদ্দকৃত দুই লাখ টাকার মধ্যে এক লাখ ৬০ হাজার টাকা হাতে পেয়েছি।এর মধ্যে এক লাখ ৪১ হাজার টাকার একটু বেশি বালু ভরাটে গেছে। বাকি টাকা লেবারসহ আনুষাঙ্গিক কাজে ব্যবহার করা হয়েছে। মানুষ না বুঝে অনেক কথা বলতে পারে। তবে এটাই সত্যি কথা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা