বেলাবতে নিখোঁজের ৬ দিন পর কিশোরের লাশ উদ্ধার
- বেলাব (নরসিংদী) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ২০:০৪
নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৬ দিন পর অনয় মোদকের (১৪) লাশ মিলল উপজেলার দিগুলদি কান্দার সুরুজ মিয়ার বাড়ির কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার করা হয়।
অনয় মোদকের বাবার নাম গৌরাঙ্গ মোদক। তাদের পৈতৃক বাড়ি উপজেলার পাটুলি গ্রামে। বর্তমানে তারা বাসা নিয়ে বেলাবো বাজারে বসবাস করছে।
নিহতের পারিবারিক সূত্রে ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অয়ন মোদক বাজারের একটি রেস্তুরায় খাওয়া-দাওয়া সেরে বাসার দিকে রওনা না দিয়ে উল্টো হাসপাতালের দিকে রওনা দেয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ১৬ জানুয়ারি তার বাবা বেলাব থানায় একটি জিডি রজু করে।
এ ব্যাপারে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘নিখোঁজের পর তার বাবা গৌরাঙ্গ মোদক থানায় একটি জিডি রুজু করেছেন। যেহেতু লাশ পাওয়া গেছে এখন জিডিটাকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামি গ্রেফতারের অভিযান চলবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা