বন্দরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩
প্রতিবাদে সড়ক অবরোধ- বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ২০:০২
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন যাত্রী। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মদনপুর-মদনগঞ্জ সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় তারা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আসাদ (৫০)। তিনি বন্দর উপজেলার পুরাতন বন্দর চৌধুরী এলাকার মরহুম আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে তিন যাত্রী নিয়ে সেন্ট্রাল খেয়াঘাটে যাচ্ছিলেন অটোরিকশা চালক আসাদ। মদনগঞ্জ-মদনপুর সড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তার অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদ নিহত হন। গুরুতর আহত হন আরো তিন যাত্রী। আহত একজনের নাম আবুল হোসেন (৭০)। তাদেরকে আশপাশের লোকজন হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, এলাকাবাসী ঘাতক চালককে গ্রেফতার, সিসি ক্যামেরা স্থাপন ও গতিরোধক নির্মাণের তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে। পরে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তিনি বলেন, আহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।