১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বন্দরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

প্রতিবাদে সড়ক অবরোধ
- ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন যাত্রী। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মদনপুর-মদনগঞ্জ সড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় তারা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম আসাদ (৫০)। তিনি বন্দর উপজেলার পুরাতন বন্দর চৌধুরী এলাকার মরহুম আমির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে তিন যাত্রী নিয়ে সেন্ট্রাল খেয়াঘাটে যাচ্ছিলেন অটোরিকশা চালক আসাদ। মদনগঞ্জ-মদনপুর সড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তার অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদ নিহত হন। গুরুতর আহত হন আরো তিন যাত্রী। আহত একজনের নাম আবুল হোসেন (৭০)। তাদেরকে আশপাশের লোকজন হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, এলাকাবাসী ঘাতক চালককে গ্রেফতার, সিসি ক্যামেরা স্থাপন ও গতিরোধক নির্মাণের তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে। পরে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তিনি বলেন, আহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান

সকল