১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সাভারে বাংলাদেশ বেতারে টেন্ডার জমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ ও ২, সাভার। - ছবি : নয়া দিগন্ত

সাভারে বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ ও ২ (এইচপিটি-১) কেপিআই শ্রেণির প্রতিষ্ঠান টেন্ডার ড্রপের সময় শিডিউল ক্রয়কারী ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাভার পৌর এলাকার রেডিও কলোনি এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতারের উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ ও ২ (এইচপিটি-১) কেপিআই শ্রেণির প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পুরাতন মালামাল (ট্রান্সমিটার, কপার তার, স্টিল, লোহা, তামা জাতীয় নষ্ট মেশিনারিজ) অকশনে বিক্রয়ের উদ্দেশে টেন্ডার আহ্বান করা হয়েছিল। টেন্ডার ড্রপের জন্য প্রায় ২০০টি শিডিউল বিক্রয় করা হয়। ক্রয় সংক্রান্ত টেন্ডার ড্রপের সময় শিডিউল ক্রয়কারী দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ অন্য গ্রুপকে টেন্ডার জমা দিতে বাধা সৃষ্টি করলে বিশৃঙ্খলা তৈরি হয়। যা পরবর্তীতে সংঘর্ষে রুপ নেয়।

এ সময় স্থানীয় একটি রাজনৈতিক দলের পরিচয়ে টেন্ডার বক্স ভেঙে ফেলে আনুমানিক ৬ থেকে ৭টি শিডিউল নিয়ে চলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে টেন্ডার ড্রপ বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ টেন্ডারটি বাতিল করে রি-টেন্ডার আহ্বানের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ বেতার সাভার উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১ ও ২-এর আবাসিক সহকারী প্রকৌশলী ময়নুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement
বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাকশ্রমিক নিহত রাজশাহীর বিপক্ষে খুলনার বড় সংগ্রহ

সকল