১৭ বছর পর আড়াইহাজারে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:১১
দীর্ঘ ১৭ বছর পর আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের ইসলামী ছাত্রশিবিরের দু’দিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় কলেজে এই প্রকাশনা উৎসব শুরু হয়।
এ দিন প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী ক্যালেন্ডার, স্টিকার, সায়েন্স ফিকশন বই, ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধর্মীয় বই শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হচ্ছে।
ইসলামী নাশিদ আর গানে গানে প্রকাশনা উৎসবকে মুখরিত করে রাখেন শিবির সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান-এর উদ্ধোধন করেন।
এ সময় জেলা সেক্রেটারি আকরাম হোসনে, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস মোল্লা, উপজেলা দক্ষিণের আমির হাদিউল ইসলাম, সেক্রেটারি তৌফিকুল ইসলাম ও শিবিরের দক্ষিণের সভাপতি মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।
এ সময় ইলিয়াস মোল্লা বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির রাজনীতি করি না।ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে সহযোগিতা করে যাবে। সামনে আরো প্রোগ্রাম থাকবে, আজকের প্রকাশনা উৎসবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আনন্দিত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা