ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
- পলাশ (নরসিংদী) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৭
নরসিংদীর ঘোড়াশালে মাইক্রোবাসের সাথে সিএনজির সংঘর্ষে বাছেদ মিয়া নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল বাইপাস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া দক্ষিণ শিলমান্দি এলাকার সুরুজ মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালে যাওয়ার পথে বাইপাস সড়কে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির। এতে গুরুতর আহত হয় সিএনজিচালক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশ থানার অফিসার ইনচর্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি জব্ধ করেছে পুলিশ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা