মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিএনপি নেতাসহ আহত ১০, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ২১:০৭
মির্জাপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ ১০জন আহত হয়েছেন।
শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাতে উপজেলা সদরের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড ও পৌর সদরের কাকলীর মোড়ে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোড়াইল গ্রামের বাসিন্দা আলমগীর মৃধা (আলম), তার দুই ভাই জাহাঙ্গীর ও আনোয়ার মৃধা, ভাগনে ব্যবসায়ী হাবেল মৃধা এবং বোন নিপা আক্তার, মমিনুর সিকদার, তার ভাই সাদ্দাম সিকদার, চাচা সেলিম সিকদারসহ প্রায় ১০ জন আহত হন।
তাদের মধ্যে কেউ কেউ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং টাঙ্গাইল সদর চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল মিয়ার সাথে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মৃধার (আলম) ভাতিজা ইথিন মৃধা, তার ভাই পবন মৃধা, রিপন মৃধা, রবিন মৃধার বাক বিতণ্ডা হয়। এর জের ধরে পাল্টপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলায় ১০ আহত ছাড়াও বিএনপি নেতা আলমগীর মৃধা ও তার ভাগনে হাবেল মৃধার ব্যবসা প্রতিষ্ঠান ইলমা ও আল-আজমীরে হামলা করে ব্যাপক ভাঙচুর করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা