১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

জনপ্রিয়তা হারানোর আগে দ্রুত নির্বাচন দিন : খন্দকার আবু আশফাক

দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, জনপ্রিয়তা হারানোর আগে দ্রুত নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন দিতে যত কালক্ষেপণ করবেন ততই অর্ন্তবর্তী সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন সাংস্কৃতিক সংঘ ক্লাব মাঠে চুড়াইন ইউনিয়ন বিএনপি আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা সভা ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশফাক আরো বলেন, দেশে যেসব সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের পক্ষে তা এত দ্রুত করা সম্ভব নয়। তাই নির্বাচন দিয়ে এসব সংস্কার নির্বাচিত সরকারকে করার সুযোগ দিন।

তিনি বলেন, যাদের বয়স আজ ৩০ তারা কখনো ভোট দিতে পারেনি। তাই যুবকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই ষড়যন্ত্র মেনে নিবে না দেশের জনগণ।

চুড়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চুড়াইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী সফিক, চুড়াইন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ কামাল শিহাব, গালিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক হোসেন খান রিপন এবং সাধারণ সম্পাদক লিটন আহমেদ সেন্টু প্রমুখ।


আরো সংবাদ



premium cement