ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সাথে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
এ সময় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ছয় পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ৩০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় বাড়িঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সলিথা মাদরাসায় ওয়াজ মাহফিল চলাকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলেও গ্রামবাসীর মধ্যে রাতভর উত্তেজনা চলছিল। আজ সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত বাসিন্দা দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, সরকি, বল্লম, রামদা ও ইটপাটকেল হাতে নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়েন। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো: আসাদুজ্জামান শাকিল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। পরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’
সূত্র : ইউএনবি