১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২

নিহত রাকিব - ছবি : নয়া দিগন্ত

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১১টায় ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের শাহবাদ গ্রামের মোক্তার হোসেন ও রাজিয়া বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গালিমপুর শাহবাদ গ্রামের রাকিব হোসেন প্রতিদিনের ন্যায় অটোরিকশা চালাতে বের হন। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে একপর্যায়ে রাকিবের বড় ভাই রবিউল হোসেন নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াছিনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে কৈলাইলের মেলেং থেকে আব্দুর রহমান নামে আরো একজনকে আটক করা হয়।

শুক্রবার রাত ১১টায় আটক দু’জনকে নিয়ে দোহার সার্কেলের জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলম ঘটনাস্থলে যান। এরপর দুই অভিযুক্তের দেয়া তথ্যমতে আগলা পূর্বপাড়া টিপু মিয়ার মাছের খামার থেকে রাকিবের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়।

নিহত রাকিবের ভাই রবিউল বলেন, তার ভাইকে ইয়াছিন ও রহমান পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি নির্জন এলাকায় নিয়ে অটো চালককে গলাকেটে ও মাথা কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত হত্যা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

সকল