১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, মো: রুবেল হোসেন (৩৭), মো: সালাউদ্দিন চৌকিদার (৩৭), মো: সজিব মিয়া (২৫), মো: ফয়সাল (২৭), মিলন (৩৮), মো: ওবায়দুল হক সুমন (২৭) ও উজ্জল দাস (৪৮)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, শ্রীনগর থানায় ৬ জানুয়ারি একটি মামলা হয় যার নম্বর ১০। এর আগে ৫ জানুয়ারি রাত ২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুরে বাদী রওশন আরার বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে প্রবেশ করে। তারা রওশন আরা ও তার সন্তানকে অস্ত্রের মুখে আটক করে লকারে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডাকাতি করে। বাদীর বাড়িতে ডাকাতির পরই ডাকাতদল তার চাচাত ভাই রেজানুর রহমান রতনের বাড়িতে প্রবেশ করে একইভাবে অস্ত্রের মুখে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরো জানান, শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আসামি শনাক্তের চেষ্টা করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানা এবং মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একাধিক চৌকস টিম অভিযানে নামে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। পরে দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে সাতজন ডাকাতকে গ্রেফতার করে তারা। গ্রেফতার ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।

জানা গেছে, ডাকাতদলের সদস্য সালাউদ্দিন চৌকিদারসহ অপর দু’জন ডাকাত শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাসের কাছে পাঁচ ভরি এক আনা স্বর্ণ পাঁচ লাখ টাকায় বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। আসামি সালাউদ্দিনের দেয়া তথ্য মতে, স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গত শুক্রবার ওই স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়াও গ্রেফতার আসামিদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকাসহ লোহার তৈরি একটি শাবল, তিনটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

সকল