১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

‘চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না’

আজ দুপুরে আশুলিয়া গাজীরচট এ এম উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, একাত্তরে দেশ স্বাধীনে যারা জীবন দিয়েছে এবং চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না। তারা যে উদ্দেশে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গাজীরচট এ এম উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, একাত্তরে লাখো শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেলাম। সেই স্বাধীনতা সত্যিকার অর্থে কতটুকু হয়েছে আমরা জানি না। আবার ৫ আগস্টে নতুন একটি স্বাধীনতা ও গণতন্ত্র পেলাম। এখন কিছুদিন পর পর মানুষ জীবন দেবে, আন্দোলনে নামবে, যে উদ্দেশে আমরা জীবন দিলাম সেটা যদি বাস্তবায়ন না হয়, সাধারণ মানুষের ভাগ্যের যদি পরিবর্তন না হয়, তাহলে জীবন দিয়ে কী লাভ হলো?

তিনি বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, রাস্তা-ঘাটের পাশাপশি দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণেও আমরা কিছু কিছু কাজ করি।

ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সীর সঞ্চালনায় এ সময় প্রায় আট শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবেই : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ অস্ত্র মামলায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর কারাগারে ‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের’ সাথে মির্জা ফখরুলের মতবিনিময় পানের দাম বৃদ্ধিতে মাইকিং!

সকল