১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

পদ্মা সেতু এলাকা থেকে ১২ শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ শনিবার পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ সমস্ত জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালালে ওই ট্রাক হতে ১২ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ২০ হাজার টাকা।

কোস্টগার্ড আরো জানায়, মাছের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কোস্টগার্ড মিডিয়া উইংয়ের মাহফুজ বলেন, রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করার সময় একটি ট্রাক থেকে ১২ শ’ কেজি জাটকা ইলিশ উদ্ধার করি। ওই ট্রাকে থাকা অন্য মাছ ট্রাকচালকের উপস্থিতিতে গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

লৌহজং উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে তা বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল