নবাবগঞ্জে ডোবা থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ২
- দোহার (ঢাকা) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩০, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালক মোহাম্মদ রাকিবের (১৯) লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াছিন (২১) ও আব্দুর রহমান আশরাফুর (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিহত রাকিব নবাবগঞ্জ উপজেলার শাহবাদ গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
আশরাফুল ইসলাম জানান, নিহত রাকিব বুধবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। তিনি বাড়িতে না ফেরায় পরের দিন রাকিরের বড় ভাই রবিউল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াছিনকে আটক করে।
ইয়াছিনের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে উপজেলার আগলা পূর্বপাড়া সুবেল আলী টিপুর মৎস্য খামারের পূর্ব পাশে একটি ডোবার পাড় থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইয়াছিনের মামাতো ভাই আব্দুর রহমান আশরাফুলকে আটক করে।
আজ শনিবার ইয়াছিন ও আব্দুর রহমান আশরাফুলকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর কথা জানান সহকারী পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন প্রমুখ।