১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

হোস্টেল থেকে ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি - ইন্টারনেট

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতার মৃত্যু ‘আত্মহত্যাজনিত’। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে।


আরো সংবাদ



premium cement