মুন্সীগঞ্জে চুরির মালপত্র না মাপায় ৪ জনকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৫
মুদি দোকানের পাল্লায় মালপত্র না মাপার জের ধরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সহোদর তিন ভাইসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুদি দোকানি আলমগীর মোল্লা (৪৫), তার ভাই সালাম মোল্লা (৪২) ও রাজন মোল্লা (৩০) এবং ভাগ্নে রেদোয়ান শেখ (১৮)।
গুরুতর আহত আলমগীরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সালাম মোল্লা জানান, রিংকু দেওয়ান নামে এক ব্যক্তি কিছু মালপত্র মাপার জন্য তার ভাই আলমগীরের দোকানে নিয়ে আসেন। মালপত্রগুলো চুরি করা বলে সন্দেহ হওয়ায় আলমগীর মাপতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে রিংকু সাথে করে আরো আট থেকে দশজনকে নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখনো কারো পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা