গাজীপুর মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৩
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।
আবদুল্লাহ আল মামুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে পরে প্রত্যাহার করেন। তার নামে হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পরও তিনি নগরীর গাছা, বাসন ও কোনাবাড়ী এলাকায় বিভিন্ন পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। এক্ষেত্রে স্থানীয় কতিপয় বিএনপি নেতা তাকে সহযোগিতা করতেন বলেও জানা গেছে।