আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল স্বাভাবিক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:১০
ঘন কুয়াশায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং চার ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ডিজিএম নাসির চৌধুরী জানান, আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশা বাড়তে থাকায় রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে শাহ আলী ও ধানসিঁড়ি নামে দু'টি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। সকাল সাড়ে ৯টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।
এছাড়া ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।এ সময় মাঝ নদীতে আটকে পড়ে ঢাকা, এনায়েতপুরী, বনলতা ও কেরামত আলী নামে চারটি ফেরি। সকাল সাড়ে ৯টায় কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায়। এদের মধ্যে বেশিভাগ পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস।
কুয়াশা কেটে যাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি