১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জে শামীম ওসমানও তার স্ত্রী-শ্যালকের নামে মামলা

সাবেক এমপি শামীম ওসমান, স্ত্রী সালমা ওসমান লিপি ও শ্যালক তানভীর আহমেদ - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি ও শ্যালক তানভীর আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদেশে দু’কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগে দুদুকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ দুদকের নারায়ণগঞ্জের সুজেকায় মামলাটি করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক নেয়ামুল গাজী।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের স্ত্রী ও গোদনাইলের টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান লিপিকে। এছাড়া মামলায় আসামি করা হয়েছে শামীম ওসমানের শ্যালক ও টেলিকমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদকে। সালমা ওসমান এবং তানভীর আহমেদের নেতৃত্বে পরিচালিত টেলিকমিউনিকেশন্স লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক কল আনয়ন ও সেবা রফতানির জন্য বিটিআরসির অনুমোদিত অপারেটর।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত (১৪ মাস) ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ কল মিনিট আনয়ন তথা সেবা রফতানি করে। রফতানি করা এ সেবার মূল্য ২৭ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৮৬ মার্কিন ডলার। উক্ত বৈদেশিক মুদ্রা আইন মোতাবেক ফরেন রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসার বাধ্য-বাধকতা রয়েছে।

এ বিষয়ে আইএফআইসি ব্যাংক নারায়ণগঞ্জ শাখার এফসি অ্যাকাউন্ট নম্বরের বিবরণী দৃষ্টে পরিলক্ষিত হয় যে, দু’কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলারের স্থলে ২২ লাখ ৬৯ হাজার ৪২৭ মার্কিন ডলার প্রত্যবসিত হয়েছে। অর্থাৎ দু’কোটি ৫১ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার প্রত্যবসিত হয়নি, যা বাংলাদেশী মুদ্রায় ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা।

মামলার এজহারে আরো বলা হয়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের সহযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমা ওসমান এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এ অর্থ পাচার করেন। তাই তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল