১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ : জনতার হাতে আটক ৪

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ : জনতার হাতে আটক ৪ - ছবি : নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় চারজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন মামুন রমু (৩৮), নুর ইসলাম (৫২), শাকিল আহমেদ পাপ্পু (৩০), জয়নাল আবেদিন (৩৬)।

আসামিরা সকলেই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এ ঘটনায় একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইলফোন, দু’টি স্টীলের চাকুসহ তিন হাজার ২০ টাকা জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘গত বুধবার সুশান্ত কুমার শীলকে আমিনবাজার বাস্ট্যান্ড থেকে ১৫০ টাকা ভাড়া চুকিয়ে একটি সাদা প্রাইভেটকারে করে নিয়ে যায় আসামিরা।’

তিনি আরো জানান, ‘কিছুদূর যাওয়ার পর নির্জনস্থানে গামছা দিয়ে সুশান্তের চোখ, হাত বেধে ফেলে কিল-ঘুষি দিয়ে টাকা নেন। এরপর বাড়িতে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না পেলে জীবননাশের হুমকি দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী প্রাইভেটকারটি আটক করে।’

ওসি আরো জানান, ‘এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ সকল আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় এ ধরনের মামলা রয়েছে। অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।’


আরো সংবাদ



premium cement

সকল