৩০০ হাফেজের ক্যান্সারাক্রান্ত ওস্তাদকে বাঁচানো প্রয়োজন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ২০:০৯
১৫ বছর ধরে হিফজ বিভাগে শিক্ষকতা করছেন। বয়স ৩০ পার হয়েছে। এখনো টগবগে যুবক। কিন্তু এখন ‘মৃত্যুর পথযাত্রী’ অসংখ্য শিক্ষার্থীর প্রাণপ্রিয় শিক্ষক হাফেজ ইনামুল হাসান।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের মোখতার মোল্লার ছেলে তিনি। বর্তমানে জেলার সদরপুরে অবস্থিত নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইশাআতুল কোরআন মাদরাসায় কর্মরত রয়েছেন।
তিনি জানিয়েছেন, গত ছয় মাস আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মোবাইল ফোনে যখন কথা বলছিলেন, অত্যন্ত ক্ষীণ ছিল তার আওয়াজ। এখন তার যে অবস্থা, তাতে চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা।
হাফেজ ইনামুল হাসান বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবস্থান করছেন বাড়িতে। তার সেবন করতে হচ্ছে দামী দামী সব ওষুধ।
শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের অনেক ভালোবাসা অর্জন করেছেন তিনি। অন্তত ৩০০ শিক্ষার্থী তার কাছে পড়ে হাফেজ হয়েছেন। ওস্তাদের এমন সঙ্কটময় মুহূর্তে তাদের অনেকে যথাসম্ভব তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের ওই টাকা তার ব্যয়বহুল চিকিৎসার জন্য যথেষ্ট না। আরো অনেক টাকা প্রয়োজন। এজন্য আর্থিকভাবে সহযোগিতার জন্য দেশের সামর্থবান ভাইবোনদের প্রতি আহ্বান জানিয়েছেন তার ছাত্ররা। একইসাথে প্রাণপ্রিয় শিক্ষককের জন্য সকলের দোয়াও চেয়েছেন তারা।
আর্থিক সাহায্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করা যাবে-
01751241269 (হাফেজ ইনামুল হাসান-বিকাশ)
ছাত্র : 01979941161 (হাফেজ মারুফ বিল্লাহ-বিকাশ)
ছাত্র : 01780938780 (হাফেজ হাফিজুর রহমান-বিকাশ)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা