যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৪
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না মন্তব্য করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘বিগত সরকারের সময়ে সারা বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজে অনার্স-মাস্টার্স খুলে উচ্চশিক্ষার অবনতি ঘটানো হয়েছে। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে শিক্ষার নামে বাণিজ্য করার পথ প্রশস্ত করেছে বিগত সরকার।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, দুপুরের দিকে হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দিনারপুর কলেজের স্নাতক (পাস) অধিভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকের শূন্যতা, ল্যাব ফ্যাসিলিটির অভাব, লাইব্রেরি, সেমিনার, ক্লাসরুম এমনকি স্যানিটেশন সুবিধা নেই এমন অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে তদবির করে বিভিন্ন উপায়ে অনার্স-মাস্টার্স খুলে বসে আছে।’
তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করে সন্তোষজনক না হলে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন ভিসি।’
ভিসি আরো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে চলতি সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার উপরও জোর দেন তিনি।’
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনারপুর কলেজের এডহক কমিটির সভাপতি অনুপম দাশ অনুপ। এছাড়া দিনারপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা